• Mon. Dec 23rd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা মহম্মদপুর উপজেলা নির্বাচনে জামানত হারালেন ৯ প্রার্থী

Bybasicnews

May 25, 2024

আকরাম হোসেন ইকরাম মাগুরা থেকে॥ মাগুরা মহম্মদপুর উপজেলা নির্বাচনে নয় প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন,চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী আনিসুল ইসলাম,বেবি নাজনীন,কাজি আনিসুর রহমান তৈমুর,আব্দুল্লাহেল কাফি এবং বীর মুক্তিযোদ্ধা জাফর সাদিক।আর ভাইচ চেয়ারম্যানে জামানত হারালেন,সাংবাদিক আশরাফুল আলম সাগর এবং মুজিবর রহমান।মহিলা ভাইচচেয়ারম্যানে শিল্পী সামাদ ও মুনমুন।সুত্রমতে ১৫ শতাংশ ভোট না পেলে জামানত হারাবেন সংশোধিত বিধি অনুযায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *