মাগুরা প্রতিনিধি : শিশুশ্রম, বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে মাগুরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে জেলা প্রশাসকের চাঁদের হাট সম্মেলন কক্ষে ইউনিসেফের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এ অনুষ্ঠানের আয়োজন করে।মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদেরের সভাপতিত্বে অবহিতকরণ ও মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, কাজী-পুরোহিত এনজিও কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় নেতাসহ গণমাধ্যম কর্মীসহ অর্ধশত ব্যক্তি উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এস এম মোবাশ্বের হোসেন, ইউনিসেফের এসবিসি প্রকল্পের কর্মকর্তা সাতারায়ে জান্নাত, হিলিয়াস কনসালট্যান্সির নির্বাহী পরিচালক ইমরুল খান, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, জেলা এসবিসি প্রকল্পের সমন্বয়কারী দিপালী বিশ্বাস প্রমুখ।