• Mon. Dec 23rd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

প্রধানমন্ত্রীর প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ ও প্রধান শিক্ষক পংকজ কান্তি আইচ

Bybasicnews

Jun 18, 2024

 মাগুরা প্রতিনিধি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ একই সঙ্গে শ্রেষ্ঠ জেলা প্রশাসক ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এর পুরস্কার পেয়েছে মাগুরা জেলা । প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক ও নেতৃত্ব ও সৃজনশীল কর্মকাণ্ডের কারনে মাগুরা সদরের ভিটাসাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক পংকজ কান্তি আইচকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ এর স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন পত্রে তাদেরকে এ অর্জনের কথা জানানো হয়। আগামী ২৭ জুন বৃহস্পতিবার ঢাকা ওসমানী মিলনায়তনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে এ পুরস্কার তুলে দেবেন। প্রাথমিক শিক্ষায় গুণগত মান উন্নয়নে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ডিজিটাল মাল্টিমিডিয়া মনিটর, ডিজিটাল ঘণ্টা, কন্যা শিশুদের জন্য অত্যাধুনিক ভেন্ডিং মেশিন এর মাধ্যমে সেনেটারি ন্যাপকিন প্রদান, প্রতি স্কুলে শুদ্ধ সুরে জাতীয় সংগীত ও সমাবেশ শেষে দেশাত্মবোধক গান পরিবেশন, আলোকিত আচরণ সংগ্রহশালা, স্বাস্থ্য কর্নার স্থাপন, আজকের দিনের বিষয়বস্তু নির্ধারণ লেখা, প্রতিমাসে স্কুলভিত্তিক শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা ঘোষণা ও পুরস্কার প্রদানের আয়োজনসহ ২৮ দফা নির্দেশনা প্রদান ও বাস্তবায়ন করেছেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এছাড়া তিনি জেলার সকল প্রধান শিক্ষককে নিয়ে প্রথমবারের মতো আয়োজন করেন বিশেষ সভা। অনলাইন মাধ্যমে সকল শিক্ষকের সঙ্গে সংযুক্ত থাকার মাধ্যমে বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান করায় তিনি বিশেষ উদ্যোগ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *