নাজমুল হোসেন মিলন যশোর প্রতিনিধি॥ যশোর ঝিকরগাছা কায়েমখোলা গ্রামে জমিজমা বিরোধে আব্দুল আলীম(৩৫)নামে যবিককে মারপিট করে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষের লোকজন। ২ রা জুলাই মঙ্গলবার ঝিকরগাছা থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আব্দুল আলীম অভিযোগে জানান,আমার জমি দখল করার উদ্যেশে আসামী শানু পিতা মৃত ফুলু ,হান্দুল পিতা মৃত আমীর হোসেন ,বিল্লাল পিতা অজাত সর্বসাং কায়েমখেলা । আসামী মফিজ পিতা আকবর সাং মনোহরপুর লিটন পিতা মৃত মিজানুুর রহমান সাং কায়েমখোলা থানা ঝিকরগাছা জেলা যশোর। আসামীদের সহিত আমার দীর্ঘদিনের দ্বন্দ্ব চলিয়া আসিতেছে।গতকাল ১লা জুলাই সোমবার দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে আমার বাড়ির পর এসে হামলা চালায়।তারা এলোপাথাড়ি কিল ঘুষি মারতে থাকে। বিল্লাল নামে একজন দা দিয়ে কোপ মারে।এসময় অন্য আসামীরা বসত ঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে এবং ওয়ার্ড ড্রোপে থাকা নগদ ১লক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায়।অন্য ঘরে থেকে ৫০হাজার টাকা নিয়ে যায়।এসময় এলাকার লোকজ ন সেলিম রুহল আমিন ও ইলিয়াস মন্ডলসহ অসংখ্য লোক ঘটনার স¦াক্ষি আছে।এসময় আমার রক্তাক্ত দেখে তারা প্রাইভেট করে যশোর ২৫০ সয্যা হাসাপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত ডাক্তাররা চিকিৎসা দেন এবং জানান আহতের অবস্থা আশংখাজনক। আরো ভাল চিকিৎসার প্রয়োজন জানিয়েছেন।