• Sat. Nov 9th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারে  গরু বাছুর সোনা দানা নগদ টাকাসহ  লুটপাট ও খুন-জখমের হুমকি  

Bybasicnews

Jul 10, 2024

মাগুরা প্রতিনিধি মাগুরা প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি ওসমান গনি, পিতা-মৃত সমিনউদ্দিন মন্ডল, সাং-বুজরুক শ্রীকুন্ডি গোয়ালবাড়ীপাড়া, খানা ও জেলা-মাগুরা  বিবাদী ১। এরশাদ মোল্যা (৪০), ২। রিমাজ (৩৫), উভয় পিতা-মালেক মোল্যা, ৩। তৌহিদ (৩৫), ৪। মোজাম উভয় পিতা-রতন মন্ডল, ৫। লিমন (১৮), পিতা-রিগন মোল্যা, ৬। জাফর (২৮), পিতা-মান্নাফ (৩২), মন্ডল, ৭। সোহেল মোল্যা (২৬), পিতা-সালেক মোল্যা, ৮। পিকু মন্ডল (৩৫), পিতা-মৃত মোকাদ্দেস মন্ডল, ৯। টিসু মন্ডল (৪৫), ১০। বাশি মন্ডল (৫০), উভয় পিতা-আমিন উদ্দিন মন্ডল, সর্ব সাং-বুজরুক শ্রীকুন্ডি গোয়ালবাড়ীপাড়া, থানা ও জেলা-মাগুরা সহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে অভিযোগ যে, গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র বিবাদীদের সাথে আমার বিরোধ ও মনোমালিনা আছে। বিবাদীদের নামে মামলাও আছে। ইং-৩০/০৬/২০২৪ তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকায় আমি বাড়ী না থাকার সুযোগে বর্ণিত বিবাদীরা বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া হাতে রামদা, ছ্যান্দা, লাঠি-সোটা নিয়া অনধিকার আমার বসত বাড়ীতে প্রবেশ করিয়া ০৮ নং বিবাদী হুকুম দিয়া শালার গোয়াল ঘর হইতে গরু নিয়ে চল। হুকুম পাওয়া মাত্রই ০২,০৩,০৪,০৫,০৬,০৭ নং বিবাদীরা আমার গোয়াল হইতে ১,৭৫,০০০/-টাকা মূলোর ০৮ মাসের গাভীন বড় গাভী গরু নিয়া যায়। ঐ’আমার স্ত্রী মরিয়ম গনি বাধা দিলে বিবাদীরা তাকে যাড়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ০১ নং বিবাদী আমার মেয়ে মিতা পারভীনকে হাত ধরে টানাহেচড়া করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরে আমার আপন ভাতিজা মাজেদুল হক এর বাড়ী হইতে ০১,০৮,০৯,১০ নং বিবাদী সহ অজ্ঞাতনামা বিবাদীরা ৫০,০০০/-টাকা মূল্যের ০৩টি বড় ছাগল নিয়া যায়। আমার স্ত্রী, মেয়ে সহ ভাতিজার স্ত্রীর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন জড় হইলে বিবাদীরা খুন-জখমের হুমকি দেয়। ঘটনার বিষয়ে সাক্ষী ১। ছায়েরা খাতুন, স্বামী-মাজেদুল হক, ২। খুশি বেগম, স্বামী-জাকির, উভয় সাং-বুজরুক শ্রীকুন্ডি গোয়ালবাড়ীপাড়া, খানা ও জেলা-মাগুরা সহ স্থানীয় অনেকে জানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *