মাগুরা নিজস্ব প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলা আজমপুর গ্রামে বিআরডিবি কর্মকর্তা ও কর্মচারীরা ঋনের কিস্তি আদায় করতে গিয়ে কিল ঘুষি এমনকি দায়ের আঘাতে হাসপাতালে যাওয়ার ঘটনা ঘটেছে।এ বিষয়ে ১১ই জুন বৃহস্পতিবার মাগুরা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। এজাহার সুত্রে জানা যায়,বিআরডিবি কর্মকর্তা ইসরাইল হোসেনসহ বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী জগদল ইউনিয়নের আজমপুর গ্রামের মিটুল ও হান্নাান মোল্যা বিআরডিবি অফিস হতে ২০২৩ সালে ৩০ হাজার টাকা লোন নেওয়া হয়। সেখানে সেই ঋনের টাকা বার বার তাগাদা দেওয়া স্বত্তেও তারা কর্মপাত করেনা।তারই ধারাবাহিকতার জেরে সরকারি নিয়মে লোন ক্রাশ প্রগাম আদায়ে বাড়ির পর গেলে ১০/১৫ জন আসামী মিলে মারধর গলা ধাক্কাধাক্কি এমনকি রামদা ছ্যানদা দিয়ে কোপ মারতে থাকে। এতে জুনিয়ার অফিসার তারিকুল ইসলাম,সাইফুল ইসলাম,উজ্জল হোসেন ও মাসুদুর রহমান নামে কর্মকর্তা কর্মচারী আহত হন। তাদেরকে মাগুরা সদর থানা পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসায় পাঠান।আহতরা জানান সরকারি কাজে বাধা দেওয়ায় উর্ধত্মন কর্তৃপক্ষের নিকট আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করেন।