• Wed. Oct 30th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা মনিরামপুর চরবাটাজোড় গ্রামে আবার সংঘর্ষে আহত, ঘরবাড়ি ভাংচুর লুটপাট

Bybasicnews

Jul 15, 2024

মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের চরবাটাজোড় গ্রামে আবার সংঘর্ষ শুরু হয়েছে।গতকাল সরেজমিন পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এবং তারা অভিযোগ করেন,রাজা চেয়ারম্যান ও তার ছেলে আকবার মেম্বার,ইশান,কালা বিল্লাল,শরিফুল ,নাজিবুল,মাসুদ,আলম,ছাব্বির,মুরাদ,ইমরানসহ ১০/১২জন সন্ত্রাসীদের নিয়ে রামদা ছ্যানদা দিয়ে আব্দুল্লাহ,বিল্লাল,উসমান,মোস্তাক,লিয়াকত ছোলেমান ও মহসিনদের বাড়ির উপর হামলা চালায়।বহু বাড়ি ঘর দোকান পাট ভাংচুর ও নগদ টাকা পয়সা লুটপাটের ঘটনা ঘটেছে। তারা প্রশাসন ও মিডিয়ার কাছে সুষ্ঠ বিচার কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *