মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের চরবাটাজোড় গ্রামে আবার সংঘর্ষ শুরু হয়েছে।গতকাল সরেজমিন পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এবং তারা অভিযোগ করেন,রাজা চেয়ারম্যান ও তার ছেলে আকবার মেম্বার,ইশান,কালা বিল্লাল,শরিফুল ,নাজিবুল,মাসুদ,আলম,ছাব্বির,মুরাদ,ইমরানসহ ১০/১২জন সন্ত্রাসীদের নিয়ে রামদা ছ্যানদা দিয়ে আব্দুল্লাহ,বিল্লাল,উসমান,মোস্তাক,লিয়াকত ছোলেমান ও মহসিনদের বাড়ির উপর হামলা চালায়।বহু বাড়ি ঘর দোকান পাট ভাংচুর ও নগদ টাকা পয়সা লুটপাটের ঘটনা ঘটেছে। তারা প্রশাসন ও মিডিয়ার কাছে সুষ্ঠ বিচার কামনা করেন।