• Mon. Dec 23rd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

                            মাগুরায় পুলিশ এবং ছাত্রলীগ নাশকতা রোধে কঠর সতর্ক অবস্থানে

Bybasicnews

Jul 17, 2024

মাগুরা প্রতিনিধি: কোটা সংস্কার ইস্যুকে সামনে রেখে মাগুরায় সতর্ক অবস্থান নিয়েছে ছাত্রলীগ এবং পুলিশ প্রশাসন।ছাত্রলীগ মাগুরা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অনাকাঙ্খিত দূর্ভোগ এড়িয়ে শিক্ষার্থীদের পাঠ অনুশীলনে অধিক মনোযোগী হওয়ার আহ্বান রাখছে। অন্যদিকে অপ্রতিকর ঘটনা এড়াতে এবং পরিস্থিতি নিয়েন্ত্রণে রাখতে মাগুরা পুলিশ প্রশাসনকেও সতর্কাবস্থান নিতে দেখা গেছে।ঢাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে মঙ্গলবার সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হলে সকাল থেকেই মাগুরা সরকারি হোসেন শহীদ সোহারাওয়ার্দী কলেজসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ কর্মীদের সরব উপস্থিতি দেখা যায়।এ সময় জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খান এবং সাধারণ সম্পাদক হামিদুল ইসলামসহ স্ব স্ব কলেজের ছাত্রলীগ নেতৃবৃন্দ ক্যাম্পাসে উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন।মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খান বলেন, কোটা সংস্কার ইস্যুকে সামনে রেখে জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্র ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। আমরা তাদের সেই অপচেষ্টা নস্যাত করে দিতেই সাধারণ শিক্ষার্থীদের পাঠে অধিক মনোনিবেশের আহ্বান জানিয়েছি।এদিকে মঙ্গলবার দুপুরের পর থেকেই সারা শহরে মাগুরা পুলিশ প্রশাসনকে অধিক তৎপর থাকতে দেখা যায়। বিকালে মাগুরা সদর থানা ও ডিবি পুলিশকে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে অবস্থান নেয়।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেহেদী রাসেল বলেন, শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত রুটিন মাফিক কাজের অংশ হিসেবেই পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *