• Sat. Sep 21st, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা মঘি ইউনয়ন ভুমি কর্মকর্তার বিরুদ্ধে খাঁজনার তথ্য গোপন করে লক্ষ লক্ষ টাকা গিলে খাওয়ার অভিযোগ

Bybasicnews

Aug 1, 2024

আকরাম হোসেন ইকরাম মাগুরা পৌর প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়ন উপ সহকারি ভুমি কর্মকর্তার বিরুদ্ধে খাঁজনার তথ্য গোপন করে লক্ষ লক্ষ টাকা আদায়ে গিলে খাওয়ার অভিযোগ উঠেছে।গতকাল মঙ্গলবার সরেজমিনে পরিদর্শনে গিয়ে জানা যায,একজন গ্রাহকের ১০ বছরের খাঁজনার তথ্য নাই মর্মে লেজার বহিতে তথ্য নাই। এ বিষয়ে ভুমি উপসহকারি শওকত হোসেন বলেন আমার আগের নায়েব সাহেব লেজার বহিতে তোলেন নাই। তাহলে ইউনিয়নে কত গ্রাহকের টাকা বেশি আদায় করে তারা গিলে খাচ্ছেন। একজন নাম প্রকাশ না করার শর্তে জানান,এই ভুমি কর্মকর্তা নায়েব শওকত এখানে আসার পরে কয়েক নেতার সাথে যোগসাজজে মঘি ইউনিয়নে চষে বেড়াচ্ছেন।তিনি এর তদšের দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *