মাগুরায় বিএনপি ও ছাত্রদলের সাথে পুলিশের মুখোমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। মাগুরা শহরে ২ জন ও মহম্মদপুর উপজেলায় ২ জন নিহত হয়েছে। এ সময় পুলিশসহ দেড়শতাধিক আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে অসহযোগ আন্দোলনকে ঘিরে শহরের পারনান্দুয়ালী-ঢাকারোড এলাকায় বিক্ষোভকারীরা অতর্কিতে পুলিশের উপর হামলা চালালে পুলিশ গুলি চালালে জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি (৩০) নিহত হয়। দুপুরে আবারো বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়লে সেখানে ফরহাদ হোসেন (২৯) নামে এক যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এছাড়া মহম্মদপুর উপজেলায় পুলিশের সাথে সংঘর্ষে সুমন শেখ (২০) ও আহাদ বিশ্বাস (২২) জন নিহত হয়েছে। এসব মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেলা বিএনপি’র প্রচার সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান।