-
বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন সেনাপ্রধান
-
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান শিগগিরই জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন
-
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা
-
চানখারপুল মোড় বিক্ষোভকারীরা, সরে গেলেন পুলিশের টিয়ার গ্যাসে
-
মেরুল বাড্ডায় মূল সড়কে বিক্ষোভকারীরা, পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
-
ঢাকার যাত্রাবাড়ী এলাকায় হাজারো মানুষ রাস্তায় অবস্থান নিয়েছেন
গণভবনে হাজারো মানুষ ঢুকে পড়েছেন
গণভবনে হাজারো মানুষ ঢুকে পড়েছেন।
দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা
আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁরা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।
বৈঠকে ডাক পেয়েছেন আনিসুল ইসলাম ও মুজিবুল হক চুন্নুও
জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সেনাপ্রধানের বৈঠকে ডাক পেয়েছেন। এ বৈঠক চলছে সেনা সদর দপ্তরে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে এ বৈঠকে ডাক পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলও।
বৈঠকে আসিফ নজরুলসহ অন্যরা
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে এক বৈঠক চলছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে এ বৈঠকে অন্যদের মধ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ডাক পেয়েছেন বলে জানা গেছে।