• Mon. Dec 23rd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় চলমান রাজনৈতিক বলির সিকার এসএ প্লাউড মিল আগুনে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি

Bybasicnews

Aug 13, 2024

 

মাগুরা  প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার আড়ুয়াকান্দি সীমাখালী শালিখায় এস.এ প্লাইউড ইন্ডাস্ট্রি লি: এ এখনও আগুনে পুড়ছে। এস. এ প্লাইউড ইন্ডাস্ট্রি উৎপাদনসারী প্রতিষ্ঠানে গত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখে বিকাল ৫ টার সময় একদল দুষ্কৃতি দূর্বৃত্তরা কমপক্ষে ৪ শত থেকে ৫ শত লোকজন এসে কারখানার অভ্যন্তরে প্রবেশ করে কর্মরত শ্রমিকদের মারধর করে বের করে দিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। শ্রমিকদের বেতনের জন্য রক্ষিত ২০ থেকে ২৫ লাখ টাকা লকার ভেঙ্গে লুট করে নিয়ে যায়। এছাড়া কারখানার অভ্যন্তরে রক্ষিত কাঁচামাল গ্লু কেমিক্যাল ৫২ টন মুল্য ২৬ লাখ টাকা, ব্রয়লার মেশিন ১ কোটি টাকা, ড্রায়ার মেশিন ১ কোটি টাকা, ২ টি প্রেস মেশিন ৫০ লাখ টাকা, গ্লু স্প্রিডার ১০ লাখ টাকা, সেনডিং মেশিন ২ টি ৫ লাখ টাকা, কাঠ ৫০ হাজার সেফটি ২০ লাখ টাকা, চায়না ফিলিং মেশিন ১০ লাখ টাকা, তুসকা মেশিন ২০ লাখ টাকা, ফেস গর্জন ৫৫ হাজার পিস মূল্য ১১ লাখ টাকা, বোর্ড ১ কোটি টাকা, মটর সাইকেল ৫-৭ টি নিয়ে যায়, নসিমন ১ টি ও ১ টি মটরসাইকেল পুড়িয়েছে, আসবাবপত্র, কম্পিউটার, ফ্যানসহ কারখানার যাবতীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সামগ্রী পুড়ে নষ্ট হয়ে গেছে। গোপন সূত্রে জানা যায়, গত সোমবার ৫ আগস্ট বিকাল ৫ টার সময় কমপক্ষে ৪ শত থেকে ৫ শত দূর্বৃত্তর লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে কারখানায় অনধিকার প্রবেশ করে গালিগালাজ ও জীবননাশের হুমকি ধামকি দিয়ে শ্রমিকদের সবাইকে বের করে দেয়। এরপর কারখানার শ্রমিক রবিউল (২৫) বাঁধা দিলে তাকে হাতুড়ি দিয়ে মারাত্মক ভাবে জখম করে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এই কারখানায় কমপক্ষে ২ শত জন শ্রমিক পুরুষ ও মহিলা কাজ করে। সরেজমিনে বুধবার ৭ আগস্ট গিয়ে দেখা যায় এখনও কারখানায় ব্রয়লার মেশিনের পাশে দাউদাউ করে আগুন জ্বলছে। নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা জানায়, ২ শত পরিবারের রুটি রুজি আমাদের এই কারখানায় কাজ করে এখন আমাদের কাজ নেই এই মুহূর্তে মানবেতর জীবনযাপন করছি। এবিষয়ে এস.এ প্লাইউড ইন্ডাস্ট্রি লি. মালিক চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু জানান, আমার প্লাইউড ইন্ডাস্ট্রি মিলের ৪-৫ কোটি টাকার মালামাল  দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়ে নষ্ট হয়ে গেছে আর ব্লিডিং ভবন সহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা এবং গুরুত্বপূর্ণ কারখানার অফিসিয়াল কাগজপত্র ও ডকুমেন্টস নষ্ট ও লুটপাট হয়ে গেছে। তিনি আরও জানান ঘটনার দিন থেকে ৪ দিন ধরে এখনও কারখানায় আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *