মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার হাজরাপুর গ্রামে মহিদুল ইসলামের ইছাখাদা বাজারে এজেন্ট ব্যাংকসহ ব্যবসা প্রতিষ্ঠানে ১৫/২০ জনের সন্ত্রাসীরা পুর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে নগদ ১০লক্ষ টাকাসহ প্রায় ৬০ লক্ষটাকার মালামাল ভাংচুর ও লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন। ১৪ই আগষ্ট বুধবার সরেজমিন পরিদর্শনে গেলে ভুক্তভোগী এসব কথা জানান। তিনি ১১ই জুলাই ২০১২ সালে শাহিদা আর ফাতেমা নামে ব্যাক্তি দ্বয়ের কাছ থেকে বাস্ত সাব কবলা ১ শতাংশ জমি হাজরাপুর মৌজায় দাগ নং ১১৯ এসএ ১০২,আর এস ৭৫আর এস খতিয়ান নং ৩৭৮,১০৭ যার খাজনা দাখিলা পরিশোধ করেন। এ জমি দখলের ষঢ়যন্ত্র করেন অভিযুক্তরা। কিন্তু তারা জমি পাইনি।জমি বর্তমানে ভুক্তভোগী দোকান ও মার্র্র্কেট তৈরি করে দখলে আছেন।এ ছাড়া তিনি হাজরাপুর মৌজায় ৭৫ দাগ নং ১১৯ খতিয়ান নং ৪০৯ মোট ১ শতাংশ জমি মহিদুলের নামে ডিসিয়ার কাটা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিদেশে বসে কলকাঠি নাড়েন আব্দুল রউফ ভুইয়ার ছেলে আলমগীর ভুইয়া। তিনি হুকুম দিয়া, সাজেদা বেগম,তার ছেলে পাভেজ,শহীদ,করিম,রহিম,মতিন ভুইয়ামিলন,কাশেমভুইয়া,জুয়েল,সাপান,রুবেল,আলআমিন,সাইফুল,আব্দুল্লাহ, ইমরান,সামছুর রহমান,আলমগীর,ও মিস্ত্রি হিসাবে থাকেন অখিল অধিকারীসহ আরো অনেকে। পোষ্টই সেন্টার ব্যাংক এশিয়ার মালামালগুলোর মধ্যে ৬টি ল্যাপটপ,৩টি কীবোর্ড,৯টি হার্ডডিক্স,৪টি পাওয়ার সাপ্লাই,প্রিন্টার লেজার,প্রিন্টার কালার,লেমিনেটিং মেশিন,ওয়েব ক্যামেরা,স্মার্ট ফোন,ট্যাব মোবাইল,ব্যাংক রেজিষ্টার, মডেম,এটিএম পেজ মেশিন, ক্যাশ টেবিল,চেয়ার,অটোবির বিভিন্ন আসবাবপত্র,মেলামাইন,হার্ডবোর্ড,ব্যাক লোন ফাইল,জমির মুল্যবান দলিল পত্র,চেকবই,গ্রাহক এটিএমকার্ড,মোবাইল সাভিসিং সামগ্রী,ইটের ঘর কক্রিটসহ বহু মুল্যবান আসবাব পত্র প্রায় ৬০লক্ষ টাকার মালামাল লুটপাট এবং মাকের্টের ভিতর সব দোকান ভাংচুর ও গালাগালি করে চলে যায় দুবৃত্তরা। বর্তমানে তিনি জীবনের ভয়ে আত্বগোপনে রয়েছেন। তিনি বেষম্য বিরোধী ছাত্র সমাজ,মিডিয়া ও প্রশাসনের কাছে এর সুষ্ঠ তদন্তে বিচার দাবী করেন।