মাগুরা প্রতিনিধি॥ মাগুরার সন্তান ঢাকা এয়ারপোর্টে এর সামনে বিগত ৫ই আগষ্ট অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় সৈন্যের গুলিতে আব্দুল্লাহ আল মামুন(২৬) ঢাকা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০৮নং কেবিনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মামুন মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের অবঃ সৈনিক মাছুদ মিয়ার ছেলে।আব্দুল্লাহ আল মামুন ঢাকার একটি বেসরকারি কলেজে পড়শোনা করেন। সে ৫ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঐ দিন এয়াপোর্ট এলাকায় যোড় দেন। তখন ভারতীয় সৈন্যের গুলিতে মুখের চোয়াল ভেদ করে মাড়িসহ থুতনী ভেঙ্গে দাতগুলো উড়ে গেছে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বর্তমান প্রশাসন ও সরকারের কাছে আব্দুল্লাহ আল মামুনের পরিবার যথাযথ চিকিৎসার আবেদন জানিয়েছেন।সুস্থ্য হয়ে ফিরে আবার পড়াশোনা করতে পারে এ দাবী করেছেন।