• Sat. Dec 21st, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সাকিব আল হাসান              বিরুদ্ধে থানায় হত্যা মামলা

Bybasicnews

Aug 23, 2024
            মাগুরা-১ আসনের সাবেক সংসদ সাকিব আল হাসান              বিরুদ্ধে থানায় হত্যা মামলা

  মাগুরা জেলা প্রতিনিধিঃ: মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য  ক্রিকেটার সাকিব আল হাসান এখন পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট খেলছেন। এদিকে দেশে তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের সময় গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানায় এই মামলা হয়েছে।২২ আগস্ট বৃহস্পতিবার দায়েরকৃত এই মামলার বাদী গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম। সাকিবকে মামলার ২৮ নম্বর আসামি করা হয়েছে। এজাহারে তার ঠিকানা লেখা রয়েছে- মো.সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা: মাশরুর রেজা, সাং-সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর: মাগুরা।এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে আসামী করা হয়েছে। অজ্ঞাত আসামী আরও ৫০০ জন।মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছুড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান। আসামির তালিকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নামও রয়েছে।আওয়ামী লীগের ব্যানারে মাগুরা-১ আসন থেকে সাংসদ হয়েছিলেন সাকিব আল হাসান। হাসিনা সরকার পতনের পর তিনি আর দেশে ফেরেননি। আগেই দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে তিনি দেশের বাইরে গিয়েছিলেন।এর আগে চলতি মাসে মাগুরায় আওয়ামীলীগের সাবেক দুই সংসদ সদস্য এড সাইফুজ্জামান শিখর এবং ডক্টর বীরেন শিকদারের নামে মাগুরা সদর ও মহম্মদপুর থানায় একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *