মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার নন্দলালপুর গ্রামে শোয়েনা(৩৫)নামে এক গৃহ বধুকে মেরে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষরা। ১৩ই সেপ্টেম্বর শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। গৃহবধু জানান, প্রতিপক্ষ প্রভাবশালী মোশারফ মোল্যা পিতা হবিবার মোল্যা,রিয়াজুল পিতা রহমত মোল্যা,লালু মাতার নাম ছকিনা বেগম,রেশমা পিতা রহমত মোল্যা ,জেসমিন, রেজাউল,রুপম নামে সন্ত্রাসীরা আমার বাবার বাড়ি এসে সবাই আমাদের উপর হামলা করে। মোশারফ মোল্যার লাঠির আঘাতে আমার মাথা ফেটে যায়। আমার ৫ বছরের ছেলে ¯িœগ্ধ আমার বোনের ছেলে শান্ত (১৫) ভাইর ছেলে রাতুল(১২) তাদেরকে মারাত্বক জখম করেছে। বর্তমানে আমাদের পুরো পরিবারটিকে মেরে হাসপাতালে পাঠিয়েছে সন্ত্রাসীরা। গৃহবধু শোয়েনা আরো জানান,আমার বাবা মা কে মেরে বাড়িতে আটকিয়ে রেখেছে এমনকি তাদেরকে চিকিৎসা হতে মাগুরায় আসতে দিচ্ছে না । প্রশাসনের কাছে এর সুষ্ঠ তদন্তে বিচার দাবী করি।