• Sat. Nov 9th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় পিতৃভুমি রক্ষায় মায়ের বিরুদ্ধে সন্তানের থানায় অভিযোগ

Bybasicnews

Sep 21, 2024

মাগুরা প্রতিনিধি\ মাগুরা শহরের প্রান কেন্দ্রে ভায়না চোপদার পাড়ায় পিতৃভুমি রক্ষায় আপন মায়ের বিরুদ্ধে সন্তানের থানায় অভিযোগ উঠেছে। ২১ শে সেপ্টেম্বার ২০২৪ শনিবার মাগুরা সদর থানায় অভিযোগ দেন জিয়াউর রহমান মুন। মুন জানান, স্ত্রী শাফলা খাতুনকে বিয়ে করে ঢাকায় বসবাস করি। বাবা-মাকে বিয়ের কথা বললে তারা বিভিন্ন সময়ে বাড়ি আসতে নিশেধসহ বিভিন্ন ভয়ভৃতি দেখাতো তাই দীর্ঘ দিন ঢাকায় বসবাস করি।বর্তমানে দেশের পরিস্থিতি খারাপ হওয়ায় আমার স্ত্রী শাফলা খাতুনকে নিয়ে পিত্রালয়ে আসিলে আমার মাতা পারভিন জাহান আমাকে ও আমার স্ত্রী শাফলা খাতুনকে গালিগালাজ দেয় এমনকি মারতে আসতে থাকে এবং এক পর্যায়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি আমার পিতার সম্পত্তিতে ওয়ারেশ হিসাবে দাবী করলে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এখন মিডিয়া ও প্রশাসনের কাছে আমার আকুল আবেদন আমাকে ও আমার স্ত্রী শাফলা খাতুনকে আমার পিত্রালয়ে যাতে থাকতে পারি সে ব্যবস্থা করিতে মর্জি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *