• Sun. Jan 5th, 2025 4:46:19 PM

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় সংখ্যালঘু উৎপীড়ক আওয়ামী লীগ

Bybasicnews

Sep 23, 2024

স্টাফ রিপোর্টার ॥ রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপ করতে ধর্মীয় সংখ্যালঘু (সনাতন ধর্মাবলম্বী) নির্যাতন আওয়ামী লীগের অনেক পুরোনো কৌশল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুরোনো কৌশলকে নতুন করে সামনে আনার চেষ্টা চলে। তবে মাগুরায় এ কৌশল কাজে দেয়নি। বিএনপি ও জামাতের কর্মীদের অতন্ত্র পাহারায় মাগুরার হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন নিরাপদ। বরং মাগুরাার ব্যবসা বাণিজ্য, সাংস্কৃতিক কর্মকান্ড, বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনায় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা অবদান রেখে চলেছেন। এবিষয়ে হিন্দু বোদ্ধ ঐক্য পরিষদ নেতা উত্তম কুমার জানান,আমরা নিরাপদ ও শান্তিতে আছি তবে আ,লীগের সময়ে বেশি উৎপাত ছিল বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *