• Fri. Oct 18th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা ওয়ার্কশপে ব্যাংক ম্যানেজারের প্রতারনার কৌশল

Bybasicnews

Sep 28, 2024

মাগুরা প্রতিনিধি \ মাগুরায় মাগুরায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কশপ করতে প্রতারনা কৌশল নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল। সোনালী ব্যাংকের পিএলসি শাখার দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মনজুর রহমান। তিনি জানান,টাকার কাজ হল বিনিময়ের মাধ্যমে একাউন্টের একক মুল্যেও ভান্ডার হিসাবে কাজ করা। জাল নোট সম্পর্কে তিনি আরো বলেন,দেশের প্রচলিত মুদ্রার বিনিময়ে নকল জাল অবিকল নোট অথবা নকল নোট তৈরি করে দেশের কেন্দ্রিয় ব্যাংক বা আর্থিক কতৃপক্ষের অনুমোদন ছাড়া বাজারজাত করা অবৈধ বেআইনী। তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধরিয়ে দেওয়া আহŸান জানান। অভিযোগ উঠেছে তিনি নিজেই আজকের খরচ বাবদ খাতায় বেশি দেখিয়ে প্রতারনার কৌশল নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার যুগ্ন পরিচালক মিজানুর রহমান।মাগুরা রুপালী ব্যাক পিএলসি শাখার সিনিয়র অফিসার এবিএম সোহেল উজ্জামান,উত্তরা ব্যাংক মানেজার আবু বক্কার সিদ্দিক,কৃষি ব্যাংক ম্যানেজার রতন কুমার সরকার,ইসলামী ফাস্ট সিকিউরটি ব্যাংক ম্যানেজার মোজাহারুল ইসলাম,ইসলামী ব্যাংক অপারেশন ম্যানেজার জয়নাল হোসেন প্রমুখ।এ ছাড়া শিক্ষক ছাত্র/ছাত্রীসহ সামাজিক ব্যাক্তিবর্গ বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *