• Sat. Dec 21st, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরার বড়রিয়া গ্রামের বড় পুকুর ঘেরে দূর্বৃত্তদের গ্যাসট্যাবলেট নিক্ষেপে প্রায় ৬ লাখ টাকার মাছ মারা গিয়ে ভেসে উঠার অভিযোগ 

Bybasicnews

Sep 29, 2024

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের  বড়ুরিয়া মধ্যপাড়া গ্রামের ৮ নং ওয়ার্ডের মেম্বার বাবলুর রহমান শেখ ও ব্যবসায়ী আলমগীর শিকদারের পাটনারশীপ পুকুর ঘেরে গতকাল শনিবার ২৮ সেপ্টেম্বর রাত ১০ টার সময় দূর্বৃত্তদের গ্যাস ট্যাবলেট নিক্ষেপে মাছ মারা গিয়ে ভেসে উঠেছে। ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা।  বড়রিয়া গ্রামের মেম্বার মোঃ বাবলুর রহমান জানান, বড়রিয়া গ্রামের পশ্চিম পাড়ার শফিক খানের পুত্র ইসরাফিল খান (৩৪) ও ধোয়াইল বাজারস্থ এলাকার আমজেদ মন্ডলের পুত্র জুবায়ের মন্ডল (২৮) এই দুজন পূর্বে আমার সাথে পুকুর ঘেরের সাথে মাছ ব্যবসার সাথে জড়িত ছিলো। তার ২ জন গত ১ মাস পূর্বে মাসে ১০ হাজার টাকা করে ৩ লাখ টাকা নিয়ে ব্যবসা থেকে সরে চলে যায়। এরই জের ধরে আমার সন্দেহ গত রাতে ইসরাফিল খান পুকুরের পশ্চিম পাশের চালা থেকে নেট জালের ব্যাগে গ্যাস ট্যাবলেট দিয়ে শত্রুতার বসত এই অপরাধ মূলক কাজ করেছে। কাতল, মৃগেল, রুই, সিলভার, পাঙ্গাশ, পুটিমাছ একথায় চাষযোগ্য সমস্ত সাদা মাছ নষ্ট হয়ে গেছে।  আলমগীর শিকদার জানান, এটা একটা অপরাধ মূলক কাজ আমরা এর আইনের আওতায় বিচার চাই। এছাড়াও উপস্থিত এলাকাবাসীর লোকজন এমন নেক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা করে।  এবিষয়ে ইসরাফিল খানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।  মহম্মদপুর উপজেলা মৎস্য অফিসার ফেরদৌসী আক্তার জানান, মাছ পরীক্ষা করা হবে ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *