• Thu. Jan 2nd, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

       মাগুরার কণ্ঠশিল্পী কিশোরের অস্বাভাবিক মৃত্যু

Bybasicnews

Oct 21, 2024

 

 

 

 

মাগুরা প্রতিনিধি  : নব্বইয়ের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী, সাবেক ফুটবলার এবং মাগুরা এজি একাডেমি স্কুলের সাবেক শিক্ষার্থী প্রিয় মনি কিশোর মারা গেছেন।

১৯ অক্টোবর রাজধানীর রামপুরার বাসা থেকে শনিবার তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, চার থেকে পাঁচ দিন আগে তাঁর মৃত্যু । এ প্রসঙ্গে রামপুরা থানার এসআই খান আবদুর রহমান জানান, মনি কিশোরের ফ্ল্যাটের দরজা ভেতরের দিক থেকে আটকানো ছিল। কয়েক দিন সেই বাসা থেকে কোনো সাড়াশব্দ পাননি প্রতিবেশীরা। একসময় গন্ধ পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজন জরুরি জাতীয় জরুরি নম্বর সেবা ৯৯৯–এ কল দেয়। পরে পুলিশ দিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে বলেও জানান তিনি। নব্বই দশকে তাঁর অনেকগুলো অ্যালবাম বের হয়। তাঁর জনপ্রিয় গানের মধ্যে ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি উল্লেখযোগ্য। তাঁর সবচেয়ে শ্রোতাপ্রিয় গান ‘কী ছিলে আমার’ তাঁরই সুর করা, তাঁরই লেখা। এই জনপ্রিয় গানটি পরে উত্তম আকাশ পরিচালিত ‘কে অপরাধী’ ছবিতে ব্যবহার করা হয়। ছবিতে নায়ক ওমর সানী গানটিতে লিপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *