মাগুরা নিজস্ব প্রতিনিধি\ মাগুরায় বাংলাদেশ জামায়াতি ইসলামী জেলা শাখার উদ্যেগে ২৮ শে অক্টোবার সোমবার সৈয়দ আতর আলী গ্রন্থগারে ২০০৬ সালের আ,লীগ সরকারের তান্ডব ও রক্তাত্ব স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।২৮ শে অক্টোবার বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত দিন। এ দিন ৪ দলীয় জোট সরকার মেয়াদ শেষ করে কেয়াটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তররের দিন ছিল কিন্তু আ,লীগ ঐ দিন তার গুন্ডাবাহিনী দিয়ে লগী বৈঠা দিয়ে ,লঠিসুটি রামদা ছ্যানদা দিয়ে নৃশভাবে পৈশাচিক দৃশ্য বাংলাদেশসহ সারা বিশ্ব দেখেছে।লাশের উপর নৃত্য করেছে। এ ছাড়া ১৪ দলের নেতাকর্মীরা সেদিন একের পর এক হত্যাকান্ড ঘটাতে থাকে।সেই তেকে ১৫ বছর বাকশালী কায়দায় গনতন্ত্রকে হরণ করে বিরোধী দলের উপর দমন পিড়ন গুম খুন হত্যা মামলা করে ছাত্রলীগ যুবলীগ সারা দেশে সন্ত্রাসী রাজ্য বানিয়ে জনগনের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল তারা। এসময় উপস্থিত ছিলেন,নড়াইল যশোর কুষ্টিয়া আঞ্চলিক জামায়াতী ইসলামীর কর্মপরিষদ নেতা ও সাবেক আমির মাওলানা আব্দুল মতিন,জেলা জামায়াতী ইসলামের নবাগত আমির এম বি আব্দুল বাকের,নায়েবে আমির হাফেজ মাওলানা লিয়াকত আলী খাঁন,সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহম্মদ,সহকারি সেক্রেটারি আব্দুল গফ্ফার,পৌর শাখার সভাপতি অধ্যাপক আশরাফুল আলম,জেলা শিবির সভাপতি আশিকুর রহমান প্রমুখ। বক্তারা দেশটাকে সুস্থ্যধারায় রাজনীতি ফিরিয়ে আনার আহবান জানান। এরং ২০০৬ সালে নিহতদের জন্য দোয়া কামনা করেন।