স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলা কমিটির আয়োজনে রোববার দড়াটানা ভৈরব চত্বরে কুষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক সমিতি যশোর জেলা সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রখেন কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, কৃষক সমিতি যশোর জেলা সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু, কৃষক সমিতি জেলা সম্পাদক মফিজুর রহমান নান্নু, অ্যাডভোকেট আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কৃষক সমিতি জেলা সহসভাপতি অভিমন্যু মন্ডল, গোলাম মোস্তফা মন্টু, জেলা সাংগঠনিক সম্পাদক এহসানুল হক সিয়াম প্রমুখ।
বক্তারা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে ভবদহ অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। একই সাথে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, মধ্যস্বত্ত্বভোগী, সিন্ডিকেট ভাঙতে, বিএডিসিকে পূর্ণাঙ্গভাবে চালু করে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, মানসম্মত ফুল উৎপাদন ও বাজারজাতকরণ নিশ্চিতে ঝিকরগাছার গদখালীতে প্রস্তাবিত ফুল গবেষণা কেন্দ্র চালু, ভুমি অফিস ও পল্লীবিদ্যুত অফিসের দুর্নীতি হয়রানি বন্ধের ব্যাবস্থা, শস্যবীমা ও কৃষিনীতি চালুর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।
সমাবেশ শুরুর আগে যশোর টাউনহল মাঠ থেকে একটি লাল পতাকা মিছিল বের হয়। সমাবেশ শেষে উদীচী যশোর জেলা সংসদ গণসঙ্গীত পরিবেশন করে।