• Tue. Dec 3rd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

সাকিব আল হাসানের বাবাকে ছাত্রদল নেতা রাব্বি হত্যা মামলায় আসামী করার দাবি ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

Bybasicnews

Oct 31, 2024

 

মাগুরা প্সারতিনিধি/কিব আল হাসানের বাবাকে ছাত্রদল নেতা রাব্বি হত্যা মামলায় আসামী করার দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।বুধবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে জেলা শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে তার এই দাবির বিষয়টি জানান।ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, ছাত্র আন্দোলনে মাগুরায় জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতাসহ মোট ১০ জন হত্যাকাÐের শিকার হয়েছে। খবর নিয়ে জানতে পেরেছি মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হত্যা মামলার একজন আসামীও এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। এটি খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার। এছাড়া বিভিন্ন শ্রেণির লোকদের সাথে কথা বলে জানতে পেরেছি ছাত্রদল নেতা রাব্বি হত্যাকাÐের দিন ৪ আগস্ট মাগুরা শহরে অবৈধ সরকারের এমপি সাকিব আল হাসানের বাবা অস্ত্রশস্ত্রসহ মিছিলের নেতৃত্ব দিয়েছেন। অথচ তাকে এই হত্যা মামলায় আসামী করা হয়নি। এটি খুবই রহস্যজনক।আমরা মাগুরা পুলিশ সুপারকে আমাদের উদ্বেগের বিষয়টি জানিয়েছি। একই সাথে রাব্বি হত্যা মামলায় সাকিবের বাবা মাশরুর রেজা কুটিলকে অন্তভূক্তির দাবি জানিয়েছি।জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ কর্মী সভায় অংশ নিতে মঙ্গলবার মাগুরায় আসেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। মাগুরায় নেতৃবৃন্দ ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সাথে সাক্ষাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *