• Tue. Dec 3rd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

যশোর নীলগঞ্জ সাহাপাড়ায়  ভয়াবহ অগ্নিকান্ডে বিদ্যুতের শট সার্কিটে প্রায় কোটি টাকার দগ্ধ

Bybasicnews

Nov 3, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরে শহরের নীল গঞ্জ সাহাপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পথ বসেছেন ব্যবসায়ী রবিউল ইসলাম। তার গোডাউনে আগুন লেগে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।প্রত্যক্ষ দর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৩ আগস্ট রাত ১০ টার দিকে নীলগঞ্জ সাহাপাড়ায় মেসার্স আর আর এন্টার প্রাইজের ব্যবসা প্রতিষ্ঠান এবং গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে ছুটে যায় এবং প্রায় আড়াই ঘন্টা চেস্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় অগ্নিকান্ডে মেসার্স আর আর এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী রবিউল ইসলাম দগ্ধ হন।গুরতর অবস্থায় তাকে যশোর ২৫০ শর্য্যা হাসপাতালে ভর্তি করা হয়। গোডাউনের মধ্যে বিদ্যুতের শট সার্কিটে অগ্নিকান্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।অগ্নিদগ্ধ রবিউল ইসলাম জানান, তিনি ১৭ বছর যাবত ব্যবসা করছেন। অগ্নিকান্ডে তার গোডাউনে থাকা সেমাই,লুডুসসহ বিভিন্ন প্রকারের মুদি মালামাল পুড়ে যায়। সবমিলে তার প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। এব্যাপরে তিনি কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।তার ব্যবসা প্রতিষ্ঠানে সর্বশেষ বিনিয়োগ পুড়ে ভস্মিভুত হওয়ায় তিনি দিশে হারা হয়ে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *