• Thu. Dec 26th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরার বুজরুক শ্রীকুন্ডি গ্রামে স্কুল কমিটি গঠন নিয়ে দু’পক্ষের তুমুল সংঘর্ষ ও কাইজা

Bybasicnews

Nov 5, 2024
মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের বুজরুক শ্রীকুন্ডি পশ্চিমপাড়া গ্রামে বুজরুক শ্রীকুন্ডি এম এ হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির গঠন কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ও কাইজা সংগঠিত হয়েছে। এরই সূত্র ধরে মঙ্গলবার ৫ নভেম্বর সকাল ৭ টার সময় অবসরপ্রাপ্ত রেজাউল মোল্লা (মাস্টার) এর নেতৃত্বে শামীম মোল্লার লোকজনের উপর দেশীয় অস্ত্র নিয়ে দোকান, ঘরবাড়ি, মুরগির ফার্ম ভাংচুর, মানুষের উপর  হামলা ও লুটপাট করা হয়। এই হামলায় শামীম মোল্লা গ্রুপের ২০ জন আহত যার মধ্যে ৫ জন গুরুতর জখমী অবস্থায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকি ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় শামীম মোল্লার বাড়ি সহ তার গ্রুপের লোকজনের প্রায় ১ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
শামীম মোল্লা জানান, তার বাড়ির এসি, ফ্রিজ, থাই গ্লাস, বৈদ্যুতিক মিটার, পানির ট্যাংকি, বেসিন ও মুরগির ফার্ম ভাংচুর করা হয় যার ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
 মিজানুর রহমান দোকানদার জানান, বুজরুক শ্রীকুন্ডি গ্রামের হৃদয়, রনি, বায়োজিদ, হান্নান, কিবলু, বিল্লাল, হাসিব, মাহমুদ, আকিদুল, মিরাজ, ইমাম, ফুরকান, মুন, সান, জিনারুল, এরশাদ, আসলাম, দাউদ, নাইম, নাজমুল, তাহাজ্জত, আকামত, ইকরাম সহ ৩-৪ শত দূর্বৃত্ত লোকজন আমার ব্যবসায়িক দোকান ভাংচুর ও লুটপাট চালায়। দোকান থেকে ফ্রিজ, এলইডি টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, গ্যাসের চুলা, বৈদ্যুতিক চুলা, ওজন স্কেল, শোকেচ, শাটারে কোপ দেয় এবং দোকানের সমস্ত মুদি মালামাল লুটপাট করে নিয়ে যায় যার ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। তিনি আরও জানা, রতন, আইয়ুব আলী, রফিক, জাহাঙ্গীর, পিকুল বিশ্বাস, রতন বিশ্বাস, ইকবাল বিশ্বাস, আলমগীর, জালাল উদ্দীন, তকি, মঞ্জুর, নয়ন, ইবাদত, ছাকা, ইবাদত, শওকত, মন্টু, সাগর, জালাল মোল্লা, আহম্মদ, রাজ্জাক, বাচ্চু, টোকন, মিজানুর শিকদার, মফিজ শিকদার, তারিকুল শিকদার সহ আরও কয়েক বাড়িতে ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। এসময় দূর্বৃত্তদের হাতে রামদা, ছ্যানদা, ঢাল, শড়কি, চাইনিজ কুড়াল, বল্লভ, লাঠি, ইটপাটকেল সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এছাড়াও গুরুতর জখম হয়ে আহত হয়েছে হাবিবুর রহমানের পুত্র ইলিয়াস মিয়া, মৃত কাওছার শিকদারের ২ পুত্র তারিকুল ইসলাম, মফিজ শিকদার, মৃত মুক্তার মোল্লার পুত্র রাজ্জাক মোল্লা, ইবাদত হোসেনের পুত্র চঞ্চল।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী জানান, ঘটনার পর বুজরুক শ্রীকুন্ডি গ্রামে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *