• Thu. Nov 14th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা হাসপাতালে সাপের ইনজেকশন নাই।কালকেউটে সাপের কামড়ে কৃষকের মৃত্যু\

Bybasicnews

Nov 13, 2024

মাগুরা প্রতিনিধি\ সাপের ইনজেকশন মাগুরা ২৫০ সয্যা হাসপাতালে নাই ভাইয়ের মৃত্যুর অভিযোগ জানান,মৃতের বড় ভাই। সদর উপজেলার কাটাখালী এলাকার মোমিন মোল্যার ছেলে নরসিংহাটি গ্রামের ছিরমান (৩৯)বছর কালকেউটে সাপের কামড়ে আজ দুপুর ২টার দিকে মৃত্যু ঘটে। মৃতের বড় ভাই ইরমান মোল্যা জানান,তাকে দুপুরে বাড়ির পাশে মাঠ থেকে ছাগল আনতে গেলে কালকেউটে সাপে কামড় দেওয়ার সংবাদ শুনে দ্রæত মাগুরা ২৫০ সয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইমারজেন্সি বিভাগ তাকে ভর্তি করান। এবং দায়িত্বরত চিকিৎসক তাকে ইনজেকশন স্যালাইন পুশ করার কিছুক্ষণ পর ওে াগীর অবস্থা খারাপ হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে রোফার্ড করেন। আমরা দ্রæত ফরিদপুর হাসপাতালে পৌছি । সেখানে ডাক্তার এসে জানান রোগী মারা গেছে।এদিকে সাপে কাটা রোগীর স্বজনরা অভিযোগে জানান,যদি ঠিকমত ঐ সাপের ইনজেকশন পাওয়া যেত তাহলে রোগী মারা যেত না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *