নাজমুল হোসেন মিলন\ যশোরে বাস্তুহারা ভুমিহীন হত দরিদ্র জনগোষ্টির গাছ লাগানো ও গাছ কাটার দাবী তুলেছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় তারা দাবী তোলেন। তারা জানান,সরকারি খালের বা নদীর পাড়ে খালি জায়গায় যে সমস্ত গাছ অর্থাত মেয়াদ উর্ত্তীন গাছ সরকারি মাধ্যমে গাছ বিক্রয় সামাজিক বনায়নের মাধ্যমে রোপন করে এ গাছ ধনীরা আত্বসাৎ করে সুতারং আমরা হত দরিদ্ররা কেন ব্যবহার করতে পারবো না। তারা বনবিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে তারা লিখিত অভিযোগ জানান