• Wed. Dec 4th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

শত্রুজিৎপুর নূরুল ইসলাম দাখিল মাদরাসায় এবতেদায়ী ক্বারী শিক্ষক ১০ বছর বয়স কমিয়ে জালিয়াতি করে চাকরির অভিযোগ

Bybasicnews

Nov 22, 2024

মাগুরা জেলা প্রতিনিধি : বয়স নিয়ে জালিয়াতি করে বহাল তবিয়াতে দীর্ঘ বছর চাকরি করে যাচ্ছে শত্রুজিৎপুর দাখিল মাদরাসার এবতেদায়ী ক্বারী শিক্ষক রব মোল্লা। গতকাল ২০ নভেম্বর মঙ্গলবার সাংবাদিকদের দেখে ৩ টার সময় ক্লাস না নিয়ে সুপার কে না জানিয়ে পালিয়ে গেছে। এবতেদায়ী ক্বারী শিক্ষক হওয়ার পূর্বে ১৯৭৭ সালে রাঘবদাইড় ইউনিয়নের লক্ষীপুর বাজার মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করে ছিলো কিন্তু শত্রুজিৎপুর নূরুল ইসলাম দাখিল মাদরাসায় চাকরি করার জন্য বয়স কমিয়ে জালিয়াতি করে মাগুরা সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসা হতে ১৯৯৫ সালে দাখিল এসএসসি পাস করে। দীর্ঘ এই যে ১৬ বছর পর চাকরির লোভের জন্য বয়সের এতদূরত্ব যার কারণে রব মোল্লার প্রতারণার জন্য প্রকৃত ১৯৭১-৭২ সালে জন্ম নেওয়া এবং ১৯৯৫ ও ১৯৯৬ সালে পাশকৃত ব্যক্তি চাকরি থেকে বঞ্চিত হয়েছে। লক্ষ্মীপুর বাজার মাধ্যমিক বিদ্যালয় স্থাপিতঃ ১৯৪০ ইং ইনডেক্স নং ১১৭৯১৫ ডাকঘর- ধনেশ্বরগাতী, থানা ও জেলা- মাগুরা। স্মারক নংঃ লবামাবি/মাস/২০২৪/১৮, তারিখঃ ১৭/১১/২০১৪ ইং বরাবর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাগুরা সদর, মাগুরা, বিষয়ঃ এস,এস,সি’র সনদ যাচাইপূর্বক প্রতিবেদন প্রেরণ প্রসঙ্গে। সূত্রঃ উমাশিঅ/মাস/২০২৪/২৮৭, তারিখঃ ১৩/১১/২০২৪ ইং এর প্রেক্ষিতে নিম্নলিখিত প্রতিবেদন প্রেরণ করা হলো। উপর্যুক্ত বিষয়ের আলোকে নিম্নলিখিত ব্যক্তির এস.এস সি- ১৯৭৭ এর সনদ এর তথা প্রেরণ করা হলোঃ নাম- মোঃ আঃ রব, পিতার নাম- গোলাম ছবদার মোল্যা, গ্রাম- রাঘবদাইড়। এস.এস.সি রোল: ৯০৫, বিভাগঃ তৃতীয়, পাশের সালঃ ১৯৭৭, প্রমাণপত্র নম্বরঃ ১৪৮৯২৮, জন্ম তারিখঃ ১০/১০/১৯৬১ ইং (দশ অক্টোবর উনিশশত একষট্টি)। ৬০ বছর শেষ ০৯/১০/২০২১ খ্রি তারিখে শেষ হবে, মোঃআঃ রব মোল্ল্যা পদবীঃ এবতেদায়ী ক্বারী। শত্রুজিৎপুর নূরুল ইসলাম দাখিল মাদরাসায় মোঃ রব মোল্লা, গ্রাম- রাঘবদাইড়, পোঃ বেঙ্গা বেরইল, থানা ও জেলা- মাগুরা। এই মাদ্রাসায় রব মোল্লার নিয়োগ ও চাকরির যোগদান এর বিস্তারিত তথ্য ও সময়-তারিখ। বিষয়- এবতেদায়ী ক্বারী পদে (দাঃ মুজাব্বিদ) নিয়োগ প্রসংগে। এত দ্বারা আপনাকে জানানো যাইতেছে যে গত ইংরাজী ০১-০১-৯৬ তারিখে ইন্টারভিউ এর ভিত্তিতে আপনাকে মাদ্রাসার ক্বারী শিক্ষক (দাঃ মুজাব্বিদ) নিয়োগ করা হইয়াছে এবং আগামী ২০-০১-৯৬ ইংরেজি তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে মাদ্রাসার অফিস কক্ষে এসে উক্ত পদে যোগদানের জন্য অনুরোধ করা গেল। সুপারিন্টেন্ডেন্ট ২-১-৯৬। বিষয়- চাকুরীতে যোগদান প্রসঙ্গে। আপনার নিয়োগপত্র নং তাং ০১-০১-৯৬ অনুসারে অদ্য ইংরেজি ১০/১/৯৬ তারিখে সকাল ১০ টার সময় আপনার মাদ্রাসার যোগদান করিলাম। সত্যায়িত সাক্ষর মাগুরা জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জামিরুল ইসলাম। এই রব মোল্লা, মাগুরা সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসা হতে প্রমাণ পত্র তাং ০৯/০৯/৯৫ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১৯৯৪/১৯৯৫ শিক্ষা বর্ষে ব- ১০৮৮ নিবন্ধন সংখ্যায় অংশ গ্রহণ করিয়া দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হইয়াছে। ভর্তি বহি অনুযায়ী তাহার জন্ম তারিখ ১০/১০/১৯৭১ ইং সত্যায়িত ৭/২/৯৮ প্রভাষক নূর উদ্দীন সরকারী হোঃ শঃ সোঃ কলেজ মাগুরা ০৯/০৯/৯৫ শত্রুজিৎপুর নূরুল ইসলাম দাখিল মাদরাসার রেজিস্ট্রার বহি অনুযায়ী তথ্য পাওয়া যায়, এবতেদায়ী ক্বারী পদে মোঃ আব্দুর রব মোল্যা, পিতা- মোঃ গোলাম ছব্দার মোল্যা, মাতা- মোছাঃ ফাতেমা, ঠিকানাঃ গ্রাম- শত্রুজিৎপুর, যোগদান ১০-০১-১৯৯৬ ইং, এমপিও তারিখ ০১-০২-১৯৯৮ ইং, ইনডেক্স- ৩৭১৯০৫, জাতীয় পরিচয় নং- ২৮৪৩৪৯২৮২৪, আইসিটি প্রশিক্ষণ মহম্মদপুর ০৪-০৬-২০১৭ ইং তারিখ হইতে ২০-০৬-২০১৭ ইং তারিখ পর্যন্ত (১৫ দিন)। শিক্ষাগত যোগ্যতা : দাখিল মুজাব্বিদ -২য় ১৯৯৫ দাখিল পরীক্ষায় ফলাফল এর তাং ৩০/০৮/১৯৯৫ ইং ক্রমিক কোড স্কেল গ্রহণ করণ যথাক্রমে ১, ২, ৩ ক্রমিক কোড ১৬, ১৫, ১৫ স্কেল ১৮৩৫ টাকা, ৩১০০ টাকা, ৯৭০০ টাকা, গ্রহণ মে- ১৯৯৮, জানু- ২০০৮, জুলাই ২০১৫ করণ ১ম এমপিও, টাইম স্কেল ও জাতীয় স্কেল। ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর নতুন শিক্ষাক্রমের রূপকল্প ২০২১ বিস্তরন ২০২৩ বাস্তবায়ন ২০২৩ উপলক্ষ্যে প্রশিক্ষণ। জানুয়ারি ৬, ৭, ১৩, ১৪ ও ১৫ তারিখ ২০২৩ সালে মোট ৫ দিন। রব মোল্লার ইবতেদায়ী ক্বারী শিক্ষক যোগদান ১০-০১-১৯৯৬ ও মেয়াদকাল ৩০-০৯-২০৩১ মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের শত্রুজিৎপুর নূরুল ইসলাম দাখিল মাদরাসা স্থাপিত ১৯৯৩ সাল ইং। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাজী মোঃ নূরুল ইসলাম মিয়া। সুপার মোঃ আখতার হোসেন যোগদান ২০-০১-১৯৯৩ ও মেয়াদকাল ১৯-০৫-২০৩১ শত্রুজিৎপুর নূরুল ইসলাম দাখিল মাদরাসার সুপার মোঃ আখতার হোসেন বলেন, অত্র প্রতিষ্ঠানের এবতেদায়ী ক্বারী শিক্ষক মোঃ আঃ রব মোল্লা ১৯৭৭ সালে লক্ষীপুর বাজার মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করে ছিলো এটা আমার জানা ছিলো না। সে ১৯৯৫ সালের দাখিল মাদরাসা থেকে এসএসসি পাস করা সাটিফিকেট দিয়ে আমার প্রতিষ্ঠানে চাকরি নিয়েছে। এবিষয়ে এবতেদায়ী ক্বারী শিক্ষক মোঃ আঃ রব মোল্লার কাছে জানতে চাওয়া হলে, সে ছলচাতুরী মূলক কথাবার্তা বলে। লক্ষীপুর বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস জানান, মোঃ আঃ রব ১৯৭৭ সালে অত্র বিদ্যালয় থেকে এসএসসি পাস করে। শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি ওসমান গনি মুছাপুরী বলেন, আমি কোন অন্যায় কাজের পক্ষপাতিত্ব করিনা তবে ঘটনাটি আমি প্রথম শুনলাম এবতেদায়ী ক্বারী শিক্ষককে নিয়ে তবে এটা সঠিক কাজ নয়। মাগুরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম জানান, কোন প্রতিষ্ঠানে চাকরি করার জন্য বয়স কমিয়ে পুনরায় এসএসসি পাস করা হলো একটা জালিয়াতি মূলক ধান্দা ও প্রতারণার শামিল। যেটা শত্রুজিৎপুর নূরুল ইসলাম দাখিল মাদরাসার কমরত এবতেদায়ী ক্বারী শিক্ষক মোঃ আঃ রব মোল্লা করেছে। তার আসল জন্ম ১০ অক্টোবর ১৯৬১ সালে এই সাল অনুযায়ী বাংলাদেশের যে কোন চাকরিতে বয়স শেষ হবে গত ৯ অক্টোবর ২০২১ সালে। এটা চরম অন্যায় ও অপরাধ মূলক কর্মকান্ড যেটা আইনের পরিপন্থী কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *