গত ১২ই ডিসেম্বার ২০২৪ তারিখে কয়েকটি জাতীয়,স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে ভুল মিথ্যা নিউজ প্রকাশিত হয়েছে। যা আমার দৃষ্টিতে চোখে পড়েছে। একটি কৃচক্রী মহল সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে আমাকে হেয় করার উদ্যেশে এ কাজটি করিয়েছে। আসলে ২বছর আগে অর্থাত গত ১৯/৯/২০২২ তারিখে জগদল নিকা রেজিষ্টার কাজির সাথে যে ঘটনা হয়েছিল তা সমাধান হয়েছিল। আর বর্তমানে যে কাবিন রেজিঃ কথা উঠেছে প্রকৃত ঘটনা হল, অন্য যে কোন ইউনিয়নের বিয়ে কাবিন আমার এলাকাতে করার অনুমতি আছে। সুতারং আমার মান সম্মান খুন্ন করার ষঢ়যন্ত্রে লিপ্ত। আমি এ সংবাদর তীব্র নিন্দা জানাই|
নিকা রেজিষ্টার
মোঃ ফসিহুরর রহমান
মঘি ইউনিয়ন সদর উপজেলা মাগুরা।