মাগুরা পৌর প্রতিনিধি\ মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক (জাসাস)৪৬ তম বার্ষিকী উদযাপন করা হয়। শুক্রবার সংগঠনের আহবায়ক এড কাজি মিহিরের ও সদস্য সচীব এম ফেরদৌস রেজার পরিচালনায় র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি সদর উপজেলার সামনে হতে ভায়না হয়ে শহরের সৈয়দ আতর আলী গ্রন্থেগারীকের সামনে শেষ হয়। পরে আতর আলী গ্রন্থগারে এক আলোচনাসভা শেষে সাংস্কৃতি গান অনুষ্ঠিত হয়