আকরাম হোসেন ইকরাম বিশেষ প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার যশোর রোড কাটাখালী নুরানী হাফেজিয়্া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংএ বাৎসরিক ওয়াজ মাহফিল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।৩০ শে ডিসেম্বার সোমবার অত্র মাদ্রাসার ময়দানে প্রধান অথিতি ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কাফেলার মাগুরা জেলা শাখার আমির ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যাপক এমবি বাকের। প্রধান তাফসি কারক ব্ক্তা ছিলেন,উত্তর বঙ্গের খ্যাতিমান বক্তা আন্তর্যাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সির এ কোরআন হাফেজ হযরত মাওলানা ইউনুস আলী রংপুরী সাহেব। দ্বিতীয় তাফসির কারক বক্তা ছিলেন,মাগুরার আলোড়ন সৃষ্টিকারী উদিয়মান তরুন বক্তা জনাব হাফেজ মাওলানা সিহাব উদ্দিন,মিডিয়ায় ঝড় সৃষ্টিকারী বক্তা হাফেজ মনির বিন ওয়াজিদ,আব্দুর রাজ্জাক প্রমুখ।মাহফিল পরিচালনা করেন,ইবনেসিনা মার্কেটিং অফিসার জানাব আসাদুজ্জামান ও বজ্রকলম বিশেষ প্রতিনিধি সাংবাদিক আকরাম হোসেন ইকরাম। সঞ্চালনায় ছিলেন, অধ্যাপক সেকেন্দার আলী ও আব্দুর রাজ্জাক, সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মঘী ইউনিয়ন আমির জনাব ডাঃ ওমর আলী । রাত ১২ টা পর্জন্ত মাহফিল শেষ হয।