মাগুরা প্রতিনিধি\ মাগুরা সেচ্ছাসেবী মহাকুমা সমাজ কল্যান সংস্থা উদ্যেগে কাটাখালী দুঃস্ত ও অসহায়দের মাঝে কম্বল বিতরন করা হয়। সংগঠনের সভাপতি অনিকের সভাপতিত্বে এ কম্বল বিতরন করা হয়। অনিক জানান,সেচ্ছাসেবী সংগঠন ছাড়াও ব্যাক্তি উদ্যেগে,দুঃস্ত ও অসহাদের পাশে থেকে একটু তাদের জন্য কিছু একটা করা সামাজিক কাজ। আর এ কাজ করতে পেরে নিজেকে আনান্দ অনুভব করছি। তিনি শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহŸান জানান।এসময় উপস্থিত ছিলেন,সংগঠনের উপদেষ্টা জনাব উপদেষ্টা মঞ্জুরুল হাসান,কাটাখালী বাজার কমিটির সভাপতি জনাব তারেক মাহমুদ,কাদের ফকির স্মৃতি পরিষদের সভাপতি জনাব বেলায়েত হোসেন,সাধারন সম্পাদক বাবুর আলী,উপদেষ্টা জনাব আব্দুল ওহাব,সহসভাপতি জনাব আলম সাধু,মনু মিয়া,সিরাজ সাঁই প্রমুখ।