• Fri. Jan 10th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা পৌরসভার সাবেক মেয়র কাফুরের ইন্তেকালে বিভিন্ন মহলের শোক

Bybasicnews

Jan 9, 2025

আকরাম হোসেন ইকরাম \ মাগুরার বিশিষ্ট রাজনীতী বিধ সাবেক পৌর জনক মেয়র ইকবাল আখতার খাঁন কাফুর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী—-রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। স্বজন সুত্রে জানা যায়,গতকাল ৮ই জানুয়ারী বুধবার সন্ধ্যার দিকে অসুস্থ্য হলে তাঁর ভাইরা যশোরের বিশিষ্টি কার্ডিওলজিষ্ট ডাঃ এস আজিজুল ইসলাম এপোলো হাসপাতালের মালিক সেখানে ভর্তি করা হয়।পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে আজ ৯ই জানুয়ারী দুপুরের দিকে যশোর ২৫০ সয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এদিকে তার মৃত্যুর সংবাদ মাগুরায় পৌছলে বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শোক জানিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা বিএনপি শোক জানিয়েছে,শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাথা,জেলা জাতীয় পার্টি শোক জানিয়েছেন,জেলা জাসদ ও বিভিন্ন সামাজিক সংগঠন শোক জানিয়েছেন। ইকবাল আখতার খাঁন কাফুর রাজনৈতিক জীবনে প্রথমে এইচ এম এরশাদের জাতীয়পাটি করতেন সেখান থেকেই মাগুরা পৌর মেয়রের দায়িত্ব পেয়েছিলেন ,পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *