• Mon. Jan 13th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় জামাতয়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

Bybasicnews

Jan 12, 2025

আকরাম হোসেন ইকরাম মাগুরা পৌর প্রতিনিধ্্ি\ মাগুরায় ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে বাংরাদেশ জামায়াে ইসলামীর মাগুরা জেলা শাখার সংবাদ সম্মেলন হয়েছে। ১২ই জানুয়ারী রবিবার মাগুরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জেলা আমির এমবি বাকের বক্তব্য রাখেন। তিনি জানান,বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাঃ শফিকুর রহমান বিশ্বেও কাছে একজন রোল মডেল ব্যাক্তি হিসাবে পরিচিতি লাভ করেছে। তিনি বাংলাদেশের ১৮ কোটি জনগনকে নিয়ে ভাবেন। আগামীর বাংলাদেশ বৈষ্যম্যহীন,সমাজে দুর্নীতির কালো হাত থেকে দেশ তলা বিহীন ঝুড়ি থেকে ঢেলে সাজাতে চান। তিনি আগামী ১৬ই জানুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনের প্রধান অথিতি হিসাবে মাগুরা নোামানী ময়দানে এক আলোচনায় অংশ নেবেন। জেলা আমির দল বল নির্বিশেষে সকল পর্যায়ের লোকের সমাগম এবং সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ্য মাহবুবুর রহমান,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার সেক্রেটারী জনাব অধ্যাপক সাঈদ আহম্মদ বাচ্চু,সহকারি সেক্রেটারি আব্দুল গফ্ফার ,জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি ইব্রাহীম বিশ্বাস,জেলা জামায়াতের অমুসলিম শাখার সভাপতি সেক্রেটারি উত্তম কুমার,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাঈদ আহম্মেদ,সেক্রেটারি শফিকুল ইসলাম,মাগুরা সাংবদিক ইউনিয়নের সভাপতি এ্যাড ফারুক ্আহম্মদ,সেক্রেটারি আকরাম হোসেন ইকরাম,মনির,মিজানুর রহমান রেন্টু,সাজ্জাদ হোসেন,শামিম শরীফ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *