আকরাম হোসেন ইকরাম,পৌর প্রতিনিধি\ মাগুরা যশোর রোডের মঘীর ঢাল এলাকায় মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ রুমান(২৭)তার পিতার নাম সেকেন্দার আলী সাং জয়ারামপুর থানা দামুরহুদা জেলা চুয়াডাঙ্গা।পুলিশের বরাতে জানা যায়,আজ ১২ই জানুয়ারী রবিবার যশোর রোডের মঘীর ঢাল এলাকায় বেলা সাড়ে ১২টার দিকে পরিবহনের সাথে মটরসাইকেল আরোহী রুমানের দুর্ঘটনা হয়।রুমান ঘটনাস্থলেই মারা যায়,খবর পেয়ে পুলিশ এসে লাশ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘাতক পরিবহনটি পালিয়ে যায়।এ বিষয়ে সদর থানায় মামলা হয়েছে।