, মাগুরা সংবাদদাতা : মাগুরায় জেলা বিডিআর কল্যাণ পরিষদের সদস্যদের অংশ গ্রহণে ৩ দফা দাবীতে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। রবিবার ১২ জানুয়ারি মাগুরা জেলা বিডিআর কল্যাণ পরিষদ বিডিআর সদস্যদের অংশ গ্রহণে মাগুরা প্রেসক্লাবের সামনে চৌরঙ্গী মোড়ে অবস্থান কর্মসূচি করে চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা। মাগুরায় বিডিআর চাকুরীচ্যুত সকল সদস্য ও পরিবারকে পুনর্বাসন পূর্বক চাকুরীতে পুন:বহাল নিয়ে বক্তব্য রাখেন জামায়াতে আমীর অধ্যাপক এম.বি বাকের জানান চাকুরিচ্যুত সমস্ত বিডিআর সদস্যদের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী থাকবে। মাগুরা বিডিআর কল্যাণ পরিষদ সভাপতি হাবিলদার মনির ও সাধারণ সম্পাদক হাবিলদার মোঃ আব্দুল মজিদ জানান, গত ২৫-২৬ ফেব্রুয়ারী ২০০৯ ইং ফ্যাসিস্ট হাসিনার ঘড়যন্ত্রের স্বীকার পিলখানা সহ সারাদেশে চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্য ও পরিবারকে পুনর্বাসন পূর্বক চাকুরীতে পুন:বহাল করতে হবে। দীর্ঘ ১৬ বছর যাবৎ জেলেবন্দি নির্দোষ বিডিআর সদস্যদের জেল হতে মুক্তি দিতে হবে। স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকান্ডের প্রকৃত সত্য উৎঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিৎকরণ করতে হবে। সভাপতি বিডিআর সদস্য হাবিলদার মনির আরও জানান বাংলাদেশের বাইরের জেলার ৭ হাজার ৫ শত জনের উপরে এবং ঢাকা পিলখানা সহ ১৮ হাজার ৫ শত ২০ জন বিডিআর সদস্যদের সাজা, জেলখানা ও চাকুরিচ্যুত করা হয়েছে। ২০০৯ সালে চাকুরীচ্যুত সকল বিডিআর, জেলবন্দি বিডিআর পরিবার বিডিআর কল্যাণ পরিষদ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, ল্যান্স নায়েক মোঃ ইপিয়ার হোসেন, সিপাহী সদস্য শহীদ, ল্যান্স নায়েক জুমারত আলীর স্ত্রী মোছাঃ মনোয়ারা খাতুন, হাবিলদার মোঃ আবু তালেব শিকদার, সিপাহী শাহিদুল ইসলাম। ৩ দফা কর্মসূচিতে ১২০ জন চাকুরিচ্যুত বিডিআর সদস্য উপস্থিত ছিলেন। তারা বলেন চাকরি হারিয়ে আমরা এখন মানবেতর জীবনযাপন করছি।