মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলা কাটাখালী বাজার মসজিদে শুক্রবার জুম্মার নামাজের পর মাগুরা জেলা যুবদরের সহসাধারন সম্পাদক তারেক মাহমুদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রয়াত বিএনপি নেতা ও সাবেক পর মেয়র ইকবাল আকতার খাঁন কাফুরের মৃত্যু ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দোয়া কামনা করা হয়।এ সময় জামায়াত ইসলামীর সদর উপজেলা শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ আলী, বিএনপির মঘী ইউনিয়নের সাবেক সহসভাপতি আব্দুল ওহাব মোল্যা,বিএনপির সাবেক মঘী ইউনিয়নের সেক্রেটারি খাইরুজ্জামান সবুজ,জামাত নেতা ও কাটাখালী বাজার কমিটির সেক্রেটারি আছাদুজ্জামান পান্না,যুবনেতা স্বপন হোসাইনসহ অত্র মসজিদের মুসল্লীবৃন্দ। পরে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের খতিব জনাব গোলাম মওলা।