• Tue. Mar 18th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

  মাগুরায় IBWF এর দ্বি-বার্ষিক জেলা কাউন্সিল ও ব্যবসায়ী সমাবেশ-

Bybasicnews

Feb 7, 2025

 

মাগুরা পৌরপ্রতিনিধি: মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ( IBWF) এর দ্বি-বার্ষিক জেলা কাউন্সিল ও ব্যবসায়ী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় স্থানীয় নোমানী ময়দানে জেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ( IBWF) কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম। এ সময় IBWF মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন IBWF এর কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারী ইঞ্জিঃ কাজী আবিদ হাসান সিদ্দীক, কেন্দ্রীয় এম সি সদস্য ও সভাপতি ডিসিএস (IBWF) মোঃ আমিনুর রহমান, IBWF এর যশোর-কুষ্টিয়া জোন সভাপতি আব্দুল মতিন, IBWF এর উপদেষ্টা ড. আলমগীর বিশ্বাস, মাগুরা জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক এম বি বাকের। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন তাবুক প্রদেশ পেশাজীবী বিভাগ সভাপতি এবং শুরা ও কর্মপরিষদ সদস্য আবুল বাশার, ইসলামী ব্যাংক মাগুরা জেলা শাখা ব্যবস্থাপক মোঃ জামিনুর রহমান, মাগুরা জেলা ল ইয়ার্স কাউন্সিলের সভাপতি এ্যাড. ফরিদ আহমেদ, IBWF এর সদর উপজেলা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, IBWF শালিখা উপজেলা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল হোসেন, IBWF শ্রীপুর উপজেলা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কাজী আব্দুল আওয়াল, IBWF মাগুরা পৌর শাখার সভাপতি বিলাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সৎ ব্যবসায়ী গড়ে তোলাই IBWF এর মূল উদ্দেশ্য। আমরা নিজেদেরকে সৎ ব্যবসায়ী হিসাবে গড়ে তুলবো। সমাজে সৎ ব্যবসা প্রতিষ্ঠা করে যাবো। আমরা ব্যবসায়ীদের টাকা দিবোনা, কিন্তু তাদের গাইড দিবো, পরামর্শ দিবো তথ্য দিবো। আপনাদের ব্যবসার সঠিক পথ দেখাবো, আপনাদেরকে আমরা ট্রেনিং দিবো, বিভিন্ন দেশে বিদেশে আপনাদেরকে আমরা ভ্রমণে নিবো। সৎ ভাবে ব্যবসা করবো, আমার ব্যবসা আমিই করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *