• Wed. Mar 12th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

বিশ্বের শীর্ষ বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

Bybasicnews

Feb 7, 2025

নিউজ ডেস্ক: বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তিনি বলেছেন, “বাংলাদেশ বিনিয়োগ প্রক্রিয়া সহজ করেছে। পাশাপাশি বাংলাদেশের উন্নত বিনিয়োগ পরিবেশে আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর জন্য প্রস্তুত।”
বাসস জানায়, সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিনিয়োগকারী কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
ইউনূসকে উদ্ধৃত করে তিনি বলেন, “আমরা সবসময় বলছি, বাংলাদেশ বড় আকারে বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে।”
শফিকুল আলম বলেন, সম্মেলনের ফাঁকে ফাঁকে প্রধান উপদেষ্টা একাধিক সরকার ও রাষ্ট্র প্রধান এবং বিশ্বখ্যাত বিভিন্ন কোম্পানির নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি বাংলাদেশের বিনিয়োগ উপযোগী পরিবেশের কথা তুলে ধরে বিনিয়োগ করার আমন্ত্রণ জানিয়েছেন।
“বাংলাদেশে বিনিয়োগের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো হয়েছে। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত কথা বলছেন এবং আমন্ত্রণ জানাচ্ছেন যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত।”
প্রেস সচিব বলেন, বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠীর কারণে বাংলাদেশ যে একটি রপ্তানি কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা রাখে, সে বিষয়টিও প্রধান উপদেষ্টা বিভিন্ন বৈঠকে তুলে ধরছেন।
এদিকে আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতান আহমেদ বিন সুলাইম বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান।
ফেইসবুক-এর মূল কোম্পানি মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগও এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
গত ২১ জানুয়ারি ডাভোসে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে’ তার তৃতীয় ব্যস্ত দিন পার করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *