• Wed. Mar 12th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা মঘী ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কমিটি গঠন

Bybasicnews

Feb 21, 2025

মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কমিটি গঠন করা হয়েছে।২১ শে ফেব্রæয়ারী শুক্রবার মঘী ইউনিয়নের বুদইরপাড়া মধ্যে পাড়া নতুন মসজিদে সভাপতি গিয়াস উদ্দিন,সেক্রেটারি তারিকুল ইসলাম,সহকারি সেক্রেটারি মোস্তাক মোল্যা,প্রচার সম্পাদক গোলাম মোল্যাসহ ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মাগুরা জেলার সভাপতি জনাব ইব্রাহিম বিশ্বাস জানান,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যান ফেডারেশন নেতা নির্বাচন অন্য যে কোন সংগঠনের থেকে আলাদা কারন কেউ পদ পদবী তদবীর করে না প্রার্থী ভোটে দাড়াতে পারে না অথচ সে জানেও না যে তাকে নির্বাচিত করা হয়েছে তিনিই দায়িত্ব পালন করবেন। তিনি শ্রমিকদের নানা সুবিধা আদায়ে সৌচ্চার হওয়ার কথা জানান। এ ছাড়া বক্তব্য দেন,শ্রমিক কল্যান ফেডারেশনের সদর উপজেলা সভাপতি আবুল কাশেম ,সেক্রেটারি মোহাম্মাদ আলী,মঘী ইউনিয়নের জামায়াত আমির ডাঃ ওমর ্আলী ,সেক্রোরি ডাঃ জালাল উদ্দিন.সহবারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম,প্রভাষক সেকেন্দারআলী প্রমুখ। এর আগে পবিত্র কোরান তেলোয়াতের মাধ্যেমে অনুষ্ঠান শুরু করা হয়। তেলোয়াত করেন হাফেজ মাওলানা আতাউর রহমান,কমিটির নির্বাচিতদের শফৎ পড়ান জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ইব্রাহিম বিশ্বাস শেষে মুসলিম মিল্লাতের জন্য দোয়া করা হয়। আগামী ২ বছরের জন্য কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *