মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার নরসিংহাটি ফোরকানিয়া মাদ্রাসায় আ,লীগ নেতাকর্মীদের মাত¦ব্বরী না থাকায় এবার বিরাট ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ শে ফেব্রæয়ারী বৃহস্পতিবার আছর বাদ হইতে দলে দলে মানুষ মাহফিলে আসতে থাকে ওয়াজ শোনার জন্য। নাম প্রকাশ না করার শর্তে একজন জানান,আ,লীগের কয়েকজন নেতা এ গ্রামে সবসময় তাফালিংসহ মাতব্বরী খবরদারী করে ৫ তারিখের পর তাদের গ্রামে আর দেখা যাচ্ছে না এমনকি প্রতি বছর তারা ওয়াজের খরচ বাবদ যা কমবেশী দেয় এবার তারা সহযোগীতা না করে আড়ালে আড়ালে থাকছে। এশার নামাজ বাদে ওঠেন মঞ্চে তরুন সমাজের রাহবার সু ললিত কন্ঠসর মন উজাড় অশ্রæসিক্ত কাঁদানো বক্তা হযরত মাওলানা ওসমান গনী সাঈফী সাহেব। তিনি রমজান ও তাক্কওয়ার উপর আলোচনা পেশ করেন। রাত ১টা পর্জন্তু ওয়াজ ধৈর্য ধরে মানুষ ওয়াজ শোনেন।পরে মুসল্লীদের তাবারকের ব্যবস্থা করা হয়।