• Tue. Mar 18th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

নতুন দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে নাহিদ-আখতার

Bybasicnews

Mar 1, 2025

 ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আজ আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)।
দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে।
আর নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে দফায় দফায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পর এই নাম ঠিক করেছেন উভয় সংগঠনের নেতারা।
নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কমিটি বৈঠকে যোগ দিতে বাংলামোটরে নাগরিক কমিটির কার্যালয়ে আসেন সদ্য উপদেষ্টার পদ ছেড়ে দেওয়া নাহিদ ইসলাম।
নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কমিটি বৈঠকে যোগ দিতে বাংলামোটরে নাগরিক কমিটির কার্যালয়ে আসেন সদ্য উপদেষ্টার পদ ছেড়ে দেওয়া নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “নামের বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে। তবে (বৃহস্পতিবার) রাতের মধ্যে আমাদের আরও আলাপ-আলোচনা সুযোগ আছে।”
তবে নাগরিক কমিটির শীর্ষ পদে থাকা একাধিক ব্যক্তি দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ নিশ্চিত করেছেন।
জাতীয় নাগরিক কমিটির ফেইসবুক পেইজেও বৃহস্পতিবার বিকাল ৫টা ৫৬ মিনিটে ‘জাতীয় নাগরিক পার্টি’, ইংরেজিতে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি) লিখে পোস্ট করা হয়েছে।
শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে লক্ষাধিক লোকের সমাগম ঘটিয়ে এই দলের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এরইমধ্যে নতুন দলের আহ্বায়ক কমিটির বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম চূড়ান্ত হয়েছে। কয়েকটি পদে একাধিক আগ্রহী ব্যক্তি থাকায় সেগুলো নিয়ে এখন আলাপ-আলোচনা চলছে।
বৃহস্পতিবার দুপুরে নাগরিক কমিটির অফিসে আসেন সদ্য উপদেষ্টা পদ ছেড়ে আসা নাহিদ ইসলাম। পরে দুই সংগঠনের শীর্ষ নেতারা বৈঠকে বসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *