মাগুরা : মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে আটক করেছে সেনা সদস্যরা।
আটক দুই যুবক হচ্ছে, মাগুরা শহরের পারলা গ্রামের বক্কার মল্লিকের ছেলে আল আমিন এবং পারনান্দুয়ালী গ্রামের অহিদুর রহমানের ছেলে সাজেদুর রহমান।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে মাগুরা সেনা ক্যাম্পে দায়িত্বরত মেজর সাফিনের নেতৃত্বে একটি দল পারনান্দুয়ালী গ্রামের জনৈক আশিকুলের দোকানে অভিযান চালায়। এ সময় এক রাউণ্ড কার্তুজ সহ একটি ওয়ান স্যুটার গান উদ্ধার করা হয়।আটক দুই যুবককে রাতেই সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।