মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার কামারপাড়া গ্রামের তাইজেল মোল্যার ছেলে কাজল মোল্যার বিরুদ্ধে বার্য বিয়ের অভিযোগ তদন্তে দৈনিক খবর বাংলাদেশ,স্বদেশ প্রতিনিদিন ও দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধিগন ঘটনা তদন্তে যাওয়ার আগেই ঐ গ্রামের বিএনপি নেতা বাবুর আলী ও ছাত্র সমন্ময়ক পরিচয়য়ে সাংবাদিকদের সাথে হুমকি দেন ৫ই আগষ্টে বহু কষ্টে দেশ স¦াধীন করেছি। আপনারা অন্য যায়গা যান। এর পর আরো বলেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মেদ,ফরিদ পিকুল এ কেচ শালিশ করে সমাধান দিয়েছে বলে জানান। নাম না প্রকাশে ঐ গ্রামের একজন এ ঘটনার সময়ে জানান,বাল্য বিয়ে নিয়ে মাগুরায় এত ছোট ছোট বিষয়ে বড় বড় নেতারা থাকলে বাল্য বিয়ে বন্ধ হবে না।আসলে জনমনে প্রশ্ন দেখা দিচ্ছে চেরাগের গোড়ায় অন্ধকার মানুষ কোথায় প্রতিকার পাবে।