• Wed. Apr 2nd, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় অপহরণ,না বাল্য বিয়ের অভিযোগ? বিএনপি নেতাদের জোর সুপারিশ নিউজ না করতে সাংবাদিকদের?

Bybasicnews

Mar 19, 2025

মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার কামারপাড়া গ্রামের তাইজেল মোল্যার ছেলে কাজল মোল্যার বিরুদ্ধে বার‌্য বিয়ের অভিযোগ তদন্তে দৈনিক খবর বাংলাদেশ,স্বদেশ প্রতিনিদিন ও দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধিগন ঘটনা তদন্তে যাওয়ার আগেই ঐ গ্রামের বিএনপি নেতা বাবুর আলী ও ছাত্র সমন্ময়ক পরিচয়য়ে সাংবাদিকদের সাথে হুমকি দেন ৫ই আগষ্টে বহু কষ্টে দেশ স¦াধীন করেছি। আপনারা অন্য যায়গা যান। এর পর আরো বলেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মেদ,ফরিদ পিকুল এ কেচ শালিশ করে সমাধান দিয়েছে বলে জানান। নাম না প্রকাশে ঐ গ্রামের একজন এ ঘটনার সময়ে জানান,বাল্য বিয়ে নিয়ে মাগুরায় এত ছোট ছোট বিষয়ে বড় বড় নেতারা থাকলে বাল্য বিয়ে বন্ধ হবে না।আসলে জনমনে প্রশ্ন দেখা দিচ্ছে চেরাগের গোড়ায় অন্ধকার মানুষ কোথায় প্রতিকার পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *