• Wed. Apr 2nd, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা মঘী ইউনিয়ন সচীবে বিরুদ্ধে ঈদের চাউল বিতরনে অনিয়মের অভিযোগ

Bybasicnews

Mar 23, 2025

মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়ন সচীবের বিরুদ্ধে ঈদের চাউল বিতরনে অনিয়মের অভিযেগ উঠেছে।রবিবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির ডাঃ ওমর আলী জানান, বিএনপি ৪০০০ কার্ড আ,লীগ ৯০০ কার্ড আর জামাতের জন্য ২০০ কার্ড বরাদ্দ হয় কিভাবে? মঘী ইউনিয়নে গত ১৭ বছরে জামায়াতের কোন নেতা কর্মী পরিষদে সরকারি কোন কিছুই আ,লীগনেতারা নিতে দেয়নি। জুলাই আগষ্ট এর পর জামায়াত একটি রাজনৈতিক দল হিসাবে ইউনিয়নে দরীদ্র জনগোষ্টির জন্য সরকার ঈদের ৫১০০ কার্ড ঈদ উপহার আসে সেখানে জামাতের জন্য মাত্র ২০০কার্ড জামায়াতের জন্য বরাদ্দের কথা বলেন। এ বিষয়ে সচীবের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন বিএনপি নেতারা ভাগ করে নিয়ে গেছে। এখন আমার কিছু করার নাই? মঘী ইউনিয়নে চেয়ারম্যান নাই? প্রশাসক নাই?তাহলে সরকারি এসব উপহার কারা কিভাবে বিতরন করছে বা কাদের মাধ্যমে সচীব এর উত্তর দিতে পারেননি তিনি। এদিকে জামায়াতের আমির ন্যায় ইনসাফ ভিত্তিক ভাগবাটোয়ারা যা কিনা গরীব মানুষের হক আদায়ে সবার সু দৃষ্টি কামনা করেন।
মাগুরা মঘী ইউনিয়ন সচীবে বিরুদ্ধে ঈদের চাউল বিতরনে অনিয়মের অভিযোগ
মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়ন সচীবের বিরুদ্ধে ঈদের চাউল বিতরনে অনিয়মের অভিযেগ উঠেছে।রবিবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির ডাঃ ওমর আলী জানান, বিএনপি ৪০০০ কার্ড আ,লীগ ৯০০ কার্ড আর জামাতের জন্য ২০০ কার্ড বরাদ্দ হয় কিভাবে? মঘী ইউনিয়নে গত ১৭ বছরে জামায়াতের কোন নেতা কর্মী পরিষদে সরকারি কোন কিছুই আ,লীগনেতারা নিতে দেয়নি। জুলাই আগষ্ট এর পর জামায়াত একটি রাজনৈতিক দল হিসাবে ইউনিয়নে দরীদ্র জনগোষ্টির জন্য সরকার ঈদের ৫১০০ কার্ড ঈদ উপহার আসে সেখানে জামাতের জন্য মাত্র ২০০কার্ড জামায়াতের জন্য বরাদ্দের কথা বলেন। এ বিষয়ে সচীবের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন বিএনপি নেতারা ভাগ করে নিয়ে গেছে। এখন আমার কিছু করার নাই? মঘী ইউনিয়নে চেয়ারম্যান নাই? প্রশাসক নাই?তাহলে সরকারি এসব উপহার কারা কিভা।বে বিতরন করছে বা কাদের মাধ্যমে সচীব এর উত্তর দিতে পারেননি তিনি। এদিকে জামায়াতের আমির ন্যায় ইনসাফ ভিত্তিক ভাগবাটোয়ারা যা কিনা গরীব মানুষের হক আদায়ে সবার সু দৃষ্টি কামনা করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *