মাগুরা প্রতিনিধি\ মাগুরা পৌরসভার ৩নং ওয়ার্ড ভিটাসাইর গ্রামের কৃষক আজগার হোসেনের উপর আ,লীগের সন্ত্রাসি বিএনপি নেতা পিকুল খাঁনের ভাগনে সন্ত্রাসি জাকারিয়ার রহমানের বিরুদ্ধে গ্রামবাসীসহ সাধারন মানুষ ফুসে উঠেছে এবং মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।২৭ শে মার্চ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মাগুরা পাসপোর্ট অফিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তরা জানায়,বিএনপি নেতা পিকুল খানের ভাগনে জাকারিয়ার রহমান পাসপোর্ট অফিসে দালালী,চাঁদবাজিসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িত। এর আগেও বিএনপি নেতা ফরিদ খাঁনের কাছে তার বিরুদ্ধে নালিশ করলে উল্টা ভয়ভৃতি দেখায়,পৌর ছাত্র দলের মেহেদী হাসান রুবেল বলেন,পিকুল খাঁনের ভাগনে পিকুলের আস্বাসে এত সাহস পাচ্ছে। কৃষক আজগার হোসেনের উপর হামলা করেন এবং আ,লীগের দোসর চাঁদাবাজ জাকারিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে হুসিয়ারী দেন,এবং তিনি এই হামলায় জেলা জাতীয়তাবাদী দল ও প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার দাবী করেন।এসময় উপস্থিত ছিলেন,পৌর ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান রুবেল,বিএনপি নেতা টোকন মোল্যা,নাজমুল হোসেন,জিয়াউল হাসান,গ্রামবসীসহ সাধারন জনগন প্রমুুখ।
মাগুরায় আ,লীগের সন্ত্রাসি জাকারয়িার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
মাগুরা প্রতিনিধি\ মাগুরা পৌরসভার ৩নং ওয়ার্ড ভিটাসাইর গ্রামের কৃষক আজগার হোসেনের উপর আ,লীগের সন্ত্রাসি বিএনপি নেতা পিকুল খাঁনের ভাগনে সন্ত্রাসি জাকারিয়ার রহমানের বিরুদ্ধে গ্রামবাসীসহ সাধারন মানুষ ফুসে উঠেছে এবং মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।২৭ শে মার্চ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মাগুরা পাসপোর্ট অফিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তরা জানায়,বিএনপি নেতা পিকুল খানের ভাগনে জাকারিয়ার রহমান পাসপোর্ট অফিসে দালালী,চাঁদবাজিসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িত। এর আগেও বিএনপি নেতা ফরিদ খাঁনের কাছে তার বিরুদ্ধে নালিশ করলে উল্টা ভয়ভৃতি দেখায়,পৌর ছাত্র দলের মেহেদী হাসান রুবেল বলেন,পিকুল খাঁনের ভাগনে পিকুলের আস্বাসে এত সাহস পাচ্ছে। কৃষক আজগার হোসেনের উপর হামলা করেন এবং আ,লীগের দোসর চাঁদাবাজ জাকারিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে হুসিয়ারী দেন,এবং তিনি এই হামলায় জেলা জাতীয়তাবাদী দল ও প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার দাবী করেন।এসময় উপস্থিত ছিলেন,পৌর ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান রুবেল,বিএনপি নেতা টোকন মোল্যা,নাজমুল হোসেন,জিয়াউল হাসান,গ্রামবসীসহ সাধারন জনগন প্রমুুখ।
মাগুরায় আ,লীগের সন্ত্রাসি জাকারয়িার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
