মাগুরা প্রতিনিধি\ মাগুরা পৌরসভার বাটিকাডাঙ্গা গ্রামে ঈদের মাঠে মথুয়া মন্দিরের পুরোহিত শ্রী মহেন্দ্র নাথ ঠাকুর পিতা মৃত খোগেন্দ্রনাথ ঠাকুর থানা মনিরামপুর জেলা যশোর। তিনি আজ বাটিকাডাঙ্গা গ্রামের মসজিদের ইমাম ও খতিব মাওলানা খন্দকার মহম্মদ নাজিম উদ্দিন সাহেবের কাছে কবিতা পাঠ করতে এসে কালেমা পড়ে ইসলাম গ্রহন করলেন।নতুন নাম রাখা হয় আব্দুর রহমান। নবমুসলিম জানান,আমি হিন্দু-মুসলিম ধর্ম পড়াশোনা করে মুসলিম ধর্ম শ্রেষ্ট পেয়েছি যা মুসলিম ধর্মই সঠিক এতে কোন ভুল নাই ামি জেনে বুঝে কারোর প্ররোচনায় নয়,আবেগে নয়,ইসলামই একমাত্র মনোনিত দ্বীন।আর আমি সেই দ্বীনের অপেক্ষায় আজ পবিত্র ঈদের দিন হুজুরের কাছে কালেমা পাঠ করে মুসলিম হয়েছি।তিনি আরো জানান,এ গ্রামে মথুয়া মন্দিরের সনাতনীরা আমার উপর ক্ষেপে আছে যে কোন সময় আমার হামলা করতে পারে। এ খবর লেখা পর্জন্ত নওমুসলিমসহ গ্রামবাসী সদর থানা অফিসার ইনটার্জ আইয়ুব হোসেনের কাছে আ্ইনী পরামর্র্শ নিতে গেলে তিনি কোর্টে এবিডেবিটের পরামর্শ দেন।তবে হিন্দু সমপ্রদায়ের কয়েকজন নেতার কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা অসিকার জানান।