• Thu. Apr 3rd, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা পৌর রাসেল পার্কের রাইডারের দড়ি ছিড়ে শিশুসহ আহত

Bybasicnews

Apr 1, 2025

মাগুরা প্রতিনিধি\ মাগুরা পারনান্দুয়ালী রাসেল পৌর পার্কের রাইডারের দড়ি ছিড়ে শিশুসহ আহত হয়েছে। সুমন মন্ডল নামে ্একজন রাইডার জানান,ঈদের আনান্দে বিনোদনে বাচ্চাকাচ্চা পরিবার নিয়ে শিশু রাসেল পার্কে রাইডারে উঠেছিলাম। ২ ঘুরার মাথায় দড়ি হালকা ছিড়ে গেলে আমাদের ডাক চিৎকার কর্তপক্ষ কর্ণপাত করেনি। তার পর আমার বাচ্চাসহ পড়ে গিয়ে মাথায় ও পায়ে প্রচন্ড আঘাত পাই এমনকি তখনই আমার হুস ছিলনা এখন দেখি আমাকে ২৫০সয্যা হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। আমি বাংলাদেশের অনেক জায়গা দেখেছি মাগুরা শিশু রাসেল পার্কের রাইডারের দাম ও কর্তপক্ষের উদাসীনতা এর জন্য দায়ী।আমি যথাযথ কতৃপক্ষের ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করবো যাতে এমন কর্মকান্ডে যেন না ঘটে। আর দায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠর হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *