মাগুরা প্রতিনিধি\ মাগুরা পারনান্দুয়ালী রাসেল পৌর পার্কের রাইডারের দড়ি ছিড়ে শিশুসহ আহত হয়েছে। সুমন মন্ডল নামে ্একজন রাইডার জানান,ঈদের আনান্দে বিনোদনে বাচ্চাকাচ্চা পরিবার নিয়ে শিশু রাসেল পার্কে রাইডারে উঠেছিলাম। ২ ঘুরার মাথায় দড়ি হালকা ছিড়ে গেলে আমাদের ডাক চিৎকার কর্তপক্ষ কর্ণপাত করেনি। তার পর আমার বাচ্চাসহ পড়ে গিয়ে মাথায় ও পায়ে প্রচন্ড আঘাত পাই এমনকি তখনই আমার হুস ছিলনা এখন দেখি আমাকে ২৫০সয্যা হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। আমি বাংলাদেশের অনেক জায়গা দেখেছি মাগুরা শিশু রাসেল পার্কের রাইডারের দাম ও কর্তপক্ষের উদাসীনতা এর জন্য দায়ী।আমি যথাযথ কতৃপক্ষের ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করবো যাতে এমন কর্মকান্ডে যেন না ঘটে। আর দায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠর হস্তক্ষেপ কামনা করেন।